দেশ বিভাগে ফিরে যান

ধেয়ে আসছে সুপার সাইক্লোন, কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়?

May 13, 2025 | < 1 min read

কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মে মাস মানেই ঘূর্ণিঝড়ের মাস! ধেয়ে আসছে সুপার সাইক্লোন। জানা যাচ্ছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছে। তা ধীরে ধীরে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে, তবে সেটি ঘূর্ণিঝড়ের আকার নেবে কি-না তা এখনও স্পষ্ট নয়। আসন্ন ঘূর্ণিঝড়ের নাম শক্তি, নাম দিয়েছে শ্রীলঙ্কা।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ১৬ থেকে ২২ মে’র মধ্যে একটি নিম্নচাপ তৈরি হবে। নিম্নচাপটি শক্তি বাড়িয়ে আরও ঘনীভূত হতে পারে বলে মত আবহাওয়া বিশেষজ্ঞদের। আগামী চারদিনের মধ্যে নিম্নচাপের গতিবিধির সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানা যাবে।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ মে সুপার সাইক্লোন আমফান আছড়ে পড়েছিল। দক্ষিণবঙ্গ সহ কলকাতাকে তছনছ করে দিয়েছিল আমফান। গত পাঁচ বছরে মে মাসে পাঁচটি ঘূর্ণিঝড় বাংলা-বাংলাদেশ এবং বাংলা-ওড়িশা উপকূলে আঘাত হেনেছে। মে মাসেই বার বার ঘূর্ণিঝড় তান্ডব চালায়। আবহবিদদের বক্তব্য, বিশ্ব উষ্ণায়ন এর অন্যতম কারণ। এছাড়াও সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি একটি কারণ।

TwitterFacebookWhatsAppEmailShare

#cyclone shakti, #cyclone, #cyclone alert, #shakti cyclone

আরো দেখুন