কলকাতা বিভাগে ফিরে যান

নিউটাউনে ২৫ একর জমিতে তৈরি হবে বিশ্বমানের নতুন পার্ক, কী কী থাকবে সেখানে?

May 14, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইকো পার্ক, নিকো পার্ক নয়, এবার নিউটাউনে আইটেক পার্ক। ২৫ একর জমিতে এই ইন্টারন্যাশানাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি হবে। পিপিপি মডেলে হবে এই পার্ক। এনিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি। মমতা বলেন, ‘এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিও বড় ইন্ডাস্ট্রি। সমস্ত এক্সিবিশন, ইনফ্রাস্ট্রাকচার করা হয়েছে এখানে। কাজেই এটা একটা আন্তর্জাতিক মানের পার্ক হলে এটার নাম দিচ্ছি ইংরেজিতে ইন্টারন্যাশানাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক। শর্টে বলব IITEC।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভবিষ্যতে গর্বের বিষয় হবে রাজ্যের। হিডকোর সঙ্গে পিপিপি মডেলে নিউটাউনে ২৫ একর জমিতে একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি, এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করতে চলেছি। কারণ মনে রাখবেন, যারা ওয়ার্ল্ড ট্যুরে আসেন, তথ্যপ্রযুক্তি, বিনোদন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করেন তাঁদের সুবিধা হবে। মনে রাখবেন, কনসার্ট ইকোনমি এখন নতুন ভাবনা। সমস্ত এক্সজিবিশন, এন্টারটেনমেন্টের জন্য বিরাট ব্যবস্থা করা হবে। ২৫ একর জায়গা মানে বিরাট বড় এলাকা।”

TwitterFacebookWhatsAppEmailShare

#newtown, #cultural hub

আরো দেখুন