পুরুলিয়া, পানাগড়, দুর্গাপুরে শিল্পের জন্য জমি ও বিনিয়োগ: মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার পুরুলিয়া, পানাগড়, দুর্গাপুর, হাওড়া-সহ একাধিক জায়গায় বিভিন্ন জমি চিহ্নিত করে শিল্পায়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্নে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দ্রুত শিল্পায়ন আমাদের লক্ষ্য। পুরুলিয়ার রঘুনাথপুরে ১০টি জমি চিহ্নিত করা হয়েছে। পুরুলিয়া, পানাগড়, দুর্গাপুরে একাধিক সংস্থাকে জমি দেওয়া হয়েছে। কর্মক্ষেত্র তৈরি সরকারের লক্ষ্য। কয়েকশো কোটি টাকা বিনিয়োগ হবে। ইন্ডাস্ট্রিয়াল পার্কে একাধিক সংস্থাকে জমি দেওয়া হয়েছে। বাংলায় শিল্পের জন্য আরও অনেকে জমি চাইছেন।”
এদিন মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে বিনিয়োগের ব্যাপারে যে যে শিল্পগোষ্ঠী প্রস্তাব দিয়েছিল, সেগুলি নিয়ে বুধবার সিদ্ধান্ত হয়েছে। পুরুলিয়া, দুর্গাপুর, পানাগড়-সহ মোট ১০টি জায়গায় রাজ্য শিল্পোন্নয়ন নিগমের অধীনে যে জমি রয়েছে, তা থেকে ২,৫১৫ একর জমি বরাদ্দ করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এই সব জায়গায় বিনিয়োগ হবে ২৫ হাজার কোটি টাকা। প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কর্মসংস্থান হবে ৭০ হাজারের। যা যা বিনিয়োগ প্রস্তাব এসেছে, তার বেশির ভাগটাই ইস্পাত শিল্পের বলে জানিয়েছেন মমতা।
শিল্পায়নের ফলে রাজ্যে ক্রমশ বাড়ছে কর্মসংস্থান। ইস্পাত শিল্পে কর্মসংস্থান আরও বাড়বে বলেই আশা মুখ্যমন্ত্রীর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন দিঘা নিয়েও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, ভালো জমি পেলে দিঘায় বড় বাজার তৈরি হবে।