বাংলায় শুরু হচ্ছে আরও এক AC Local Train

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার বাংলার আরও এক রুটে ছুটবে এসি লোকাল ট্রেন। যদিও রেলের তরফে সরকারিভাবে কোনও বার্তা দেওয়া হয়নি এখনও। জানা যাচ্ছে, হাওড়া থেকে ছাড়তে পারে এসি লোকাল ট্রেন। এসি ইএমইউ ট্রেনটিতে ১২টি কোচ থাকার সম্ভাবনা রয়েছে।
সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই কাটোয়া-হাওড়া রুটে এসি লোকাল ট্রেন চলতে পারে। উল্লেখ্য, হাওড়া ডিভিশনের ব্যস্ততম রুট এটি। এখন শোনা যাচ্ছে, এই রুটেই সম্ভবত এসি লোকাল ট্রেনকে ছুটতে দেখা যাবে, যেটিকে পার করতে হবে ১৪৪ কিমি দুরত্ব প্রায় ৩ ঘণ্টায়।
অন্যদিকে, শিয়ালদহ মেইন শাখায় খুব শীঘ্রই চালু হতে চলেছে বাংলার প্রথম এসি লোকাল ট্রেন। শিয়ালদা থেকে কৃষ্ণনগরের মধ্যে ছুটবে এই ট্রেন।
কাটোয়া থেকে হাওড়া সফরে এসি লোকাল ট্রেনের সম্ভাব্য স্টেশনগুলি হল দাঁইহাট, অগ্রদ্বীপ, পাটুলি, বেলেরহল্ট, লক্ষ্মীপুর, পূর্বস্থলী, ভান্ডারটিকুরি, বিষ্ণুপ্রিয়া হল্ট, নবদ্বীপ ধাম, কালিনগর, সমুদ্রগড়, ধাত্রিগ্রাম, বাঘনাপাড়া, অম্বিকা কালনা, গুপ্তিপাড়া, বেহুলা, সোমরা বাজার, বলাগড়, জিরাট, খামারগাছী, ডুমুরদহ, কুন্তিঘাট, ত্রিবেণী, বাঁশবেড়িয়া, ব্যান্ডেল জংশন, হুগলি, চুঁচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, শেওড়াফুলি, শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর, হিন্দ মোটর, উত্তরপাড়া, বালি, বেলুড় এবং লিলুয়া।