উত্তর ২৪ পরগনায় ছাড়া হল ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তর ২৪ পরগনা জেলায় ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হল। প্রথম কিস্তির টাকা দেওয়ার পর মাত্র ৫০ হাজার বাড়ির লিনটেল পর্যন্ত নির্মাণ সম্পূর্ণ হয়েছে। রাজ্য পঞ্চায়েত দপ্তরে রিপোর্ট যেতেই উত্তর ২৪ পরগনা জেলার জন্য ৩০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ব্লকে ব্লকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে গিয়েছে। দ্রুত টাকা বণ্টন করা হবে বলে খবর।
উত্তর ২৪ পরগনা জেলায় প্রায় ৮২ হাজার জন উপভোক্তা প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়েছেন। নিয়ম অনুযায়ী লিনটেল পর্যন্ত কাজ হলে তবেই মিলবে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা। সেই মতো পঞ্চায়েত ধরে ধরে সার্ভে হয়।
চূড়ান্ত সার্ভে করে দেখা গিয়েছে, জেলায় সর্বশেষ হিসেব অনুযায়ী মোট ৫০ হাজার ৬৮১ জন উপভোক্তার বাড়ি তৈরি হয়েছে লিনটন পর্যন্ত। বাকি প্রায় ৩০ হাজার বাড়ির কাজের গতি শ্লথ। তাই পঞ্চাশ হাজার উপভোক্তাদের টাকা বরাদ্দ হয়েছে। ৩০৪ কোটি ৮ লক্ষ ৬০ হাজার টাকা পাঠানো হয়েছে। জেলার পক্ষ থেকে প্রতিটি ব্লকে টাকা পাঠানো হয়ে গিয়েছে।
টাকা পাওয়ার নিরিখে শীর্ষে রয়েছে হাসনাবাদ ব্লক। মোট ৫ হাজার ৩৬০ জন উপভোক্তার বাড়ি লিনটন পর্যন্ত হয়ে গিয়েছে। দ্বিতীয় স্থাবে বাগদা, এই ব্লকে উপভোক্তার সংখ্যা ৪ হাজার ৮৯০ জন। রাজারহাট, বারাকপুরের দুটি, আমডাঙা ব্লকের ক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার উপভোক্তার সংখ্যা কম।
জেলা প্রশাসন সূত্রে খবর, টাকা প্রতিটি ব্লকেই চলে গিয়েছে। নির্দেশ এলেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। সম্ভবত চলতি সপ্তাহেই তাঁরা টাকা পাবেন।