রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শুরু হচ্ছে ৯ জুন থেকে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৯ জুন থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাদল অধিবেশন। বিধানসভা সূত্রে এমনই শোনা যাচ্ছে।
সূত্রের খবর, দুই থেকে আড়াই সপ্তাহ অধিবেশন চলতে পারে। একাধিক বিল পেশ করা হবে অধিবেশনে। ভারত পাকিস্তান সংঘাতে প্রাণ হারানো জওয়ান ও বীর সেনাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাতে প্রস্তাব আনা হবে বিধানসভায়।
বৃহস্পতিবার বিধানসভায় এই মর্মেই জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।