দেশ বিভাগে ফিরে যান

কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে শীর্ষ আদালতে তিরস্কারের মুখে বিজেপি’র মন্ত্রী

May 15, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জের। শীর্ষ আদালতে তিরস্কারের মুখে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। কর্নেল সোফিয়া কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ বলায় হইচই পড়েছে দেশজুড়ে। রীতিমতো বিপাকে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ।

বুধবারই এনিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্ট মামলার নির্দেশ দিয়েছে। সামান্য বিলম্ব না করে তাই এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান মন্ত্রী। বৃহস্পতিবার সেখানে রীতিমতো ধাক্কা খেলেন বিজয় শাহ।

বৃহস্পতিবার শাহের আবেদন শুনানির জন্য ওঠে সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে। এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রীকে কার্যত ধুয়ে দেন বিচারপতি। বলেন, ‘একজন সাংবিধানিক পদে থাকা ব্যক্তির কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। তিনি কী ধরনের মন্তব্য করছেন? একজন মন্ত্রীর পক্ষে এ ধরনের বক্তব্য কি গ্রহণযোগ্য?’

আদালত সাফ জানিয়ে দেয়, ‘দেশ যখন একটা সংবেদনশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তখন এমন ব্যক্তিদের মুখ থেকে বেরোনো প্রতিটা শব্দ মানুষের কানে পৌঁছে যায়। আপনি জানেন আপনি কে, ২৪ ঘণ্টায় কিছু হবে না।’

অন্যদিকে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে পুলিশকে এফআইআর করার নির্দেশ দিয়েছিল সে রাজ্যের হাই কোর্ট। সেই এফআইআর যে ভাবে দায়ের করা হয়েছে, তা নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন তুলল মধ্যপ্রদেশ হাই কোর্ট। পুলিশের ‘উদ্দেশ্য’ নিয়ে প্রশ্ন তুলে ধমক দিল উচ্চ আদালত। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘‘এটাই কি এফআইআর? আপনারা কি পড়েছেন সেই এফআইআর? অপরাধ যে হয়েছে, সেই কথা কোথায়?’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Colonel Sofiya Qureshi, #Vijay Shah, #India, #bjp, #Supreme Court of India

আরো দেখুন