পাক শিল্পীদের ওপর ‘বলিউডি স্ট্রাইক’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোনম কাপুরের সঙ্গে ফাওয়াদ খানের “খুবসুরত” বা শাহরুখ খান এবং মাহিরা খানের “রইস” জনপ্রিয় হয়েছিল ভারত-পাকিস্তান দুই দেশেই। কিন্তু পাকিস্তান আশ্রিত দুষ্কৃতীদের হত্যালীলা এবং পরবর্তীতে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় তার প্রভাব পড়ছে বলিউডের ওপরেও। তাই এবার হিন্দি সিনেমার গানের পোস্টার থেকে বাদ পড়লেন পাকিস্তানী শিল্পীরা।
“সনম তেরি কসম” ছবির গানের পোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে পাক অভিনেত্রী মাওরা হোকেনের ছবি। যুদ্ধ পরিস্থিতিতে হোকেনের করা মন্তব্য উত্তেজনা সৃষ্টি করেছিল, যার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দিয়েছিলেন ছবির হিরো হর্ষবর্ধন রানে। এখানেই শেষ নয়, কারণ এই ট্রেন্ড খোদ কিং খানের ছবির গানের পোস্টারেও পড়েছে।
দেখা যাচ্ছে শাহরুখ খান অভিনীত “রইস” ছবির “জালিমা” গানের ইউটিউব থাম্বনেল থেকে বাদ পড়েছেন ছবির মহিলা লিড, পাকিস্তানী অভিনেত্রী মাহিরা খান।
একই অবস্থা ফাওয়াদ খান অভিনীত দুই ছবি “কাপুর এন্ড সন্স” এবং “খুবসুরত”-এর। প্রথম ছবির গানের পোস্টারে এখন দেখা যাচ্ছে শুধু আলিয়া ভট্ট এবং সিদ্ধার্থ মালহোত্রাকে। “খুবসুরত”-এর পোস্টারেও রয়েছেন শুধু সোনম কাপুর।
এই মুহূর্তে দুই দেশের মধ্যেকার রাজনৈতিক পরিস্থিতি ভারতে এসে পাকিস্তানী শিল্পীদের কাজ করতে দেবে না। অবস্থার উন্নতি হলে তা আবার চালু করা উচিৎ কি না, তা বিচার্য বিষয় এবং জানাবে সময়।