দেশ বিভাগে ফিরে যান

সিন্ধু জলচুক্তি বাতিলের সিদ্ধান্তে দৃঢ় ভারত

May 15, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিন্ধু জলচুক্তি বাতিলের ফলে অভূতপূর্ব সংকটের পরিস্থিতি পাকিস্তানে। কোথাও জলকষ্ট, কোথাও বন্যা পরিস্থিতি! দেশের বিস্তীর্ণ এলাকায় দেশবাসীর শুকিয়ে মরার অবস্থা। অভাবনীয় সংকট থেকে বাঁচতে ফের ভারতের কাছে কাকুতি-মিনতি শুরু করেছে পাকিস্তান। তবে ইসলামাবাদের হাজার অনুরোধেও চিড়ে ভিজবে না বলে সাফ জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত। যতদিন না সীমান্ত পেরিয়ে সন্ত্রাস বন্ধ করবে পাকিস্তান, ততদিন এই চুক্তি স্থগিত থাকবে।”

বিদেশমন্ত্রীর মতে, কাশ্মীর ইস্যুতে একটাই আলোচনা হতে পারে। সেটা হল বেআইনিভাবে দখল করা পাক অধিকৃত কাশ্মীরকে মুক্ত করার প্রসঙ্গে। একমাত্র সেই বিষয়টি নিয়েই আলোচনায় বসতে পারে নয়াদিল্লি। জয়শংকর আরও বলেন, যারা ৭ মে ভারতের সঙ্গে কোনওরকম কথা বলতে রাজি ছিল না, তিনদিনের মধ্যে তারাই আলোচনায় বসতে চাইছে। সেখান থেকেই বোঝা যায়, কারা আসলে সংঘর্ষবিরতি চেয়েছিল।

অন্যদিকে ‘শুল্ক মকুবের প্রস্তাব’ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিতে সায় দিলেন না বিদেশমন্ত্রী। সরাসরি বিরোধিতাও করলেন না। বৃহস্পতিবার তিনি বললেন, ‘‘দ্বিপাক্ষিক শুল্ক নিয়ে ভারত এবং আমেরিকার জটিল আলোচনাপর্ব চলছে।’’ বুধবার কাতারের রাজধানী দোহায় ট্রাম্প দাবি করেন, আমেরিকা থেকে আমদানি করা পণ্যে সব ধরনের শুল্ক বাতিল করার বার্তা দিয়েছে ভারত! তিনি বলেন, ‘‘ভারত আমাদের এমন একটি প্রস্তাব দিয়েছে যে খানে তারা আসলে কোনও শুল্কই নিতে চায় না।’’ তারই প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এই দাবি করেছেন জয়শঙ্কর।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #pakistan, #Indus Vally Treaty, #Indus Water Treaty

আরো দেখুন