আগামী সপ্তাহে চার দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
May 15, 2025 | < 1min read
উত্তরবঙ্গের চা বাগান নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের ব্যবসায়ী ও বণিকসভার প্রতিনিধিদের নিয়ে ১৯ মে বিকেল চারটের সময় একটি সিনার্জির আয়োজন করেছে রাজ্য। বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ২০ মে জলপাইগুড়ির ওদলাবাড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ২১ মে উত্তরকন্যায় উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তিনি কলকাতায় ফিরবেন।