নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বায়ু দূষণ কমিয়ে নজির গড়ল কলকাতা। খোদ কেন্দ্র সরকার কলকাতা সহ দেশের তিন রাজ্যকে বাতাসে ভাসমান দূষক কণা হ্রাস (পার্টিকুলেট ম্যাটার লেভেল) এবং বাতাসের গুণমান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স) উন্নতির জন্য পুরস্কৃত করতে চলেছে। এই খবর এক্স হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি এক্স পোস্টে লেখেন, “সহযোগিতার জন্য কলকাতাবাসীদের কাছে কৃতজ্ঞ। নাগরিক এবং প্রতিষ্ঠানকে যৌথভাবে শহরকে আরও পরিচ্ছন্ন ও সবুজ করে তুলতে হবে।”
Kolkata again shows the way!
Govt. of India has awarded majorly three cities including Kolkata for significant reduction in Particulate Matter₁₀ levels and overall Air Quality Index improvement.
Grateful to the people of Kolkata for their support. Let’s all — citizens and…