দেশ বিভাগে ফিরে যান

১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতি Double Engine উত্তরপ্রদেশে

May 16, 2025 | < 1 min read

১০০ দিনের কাজ

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশে। মৃত ব্যক্তি থেকে কলেজের অধ্যক্ষের নামেও ভুয়ো জব কার্ড তৈরির অভিযোগ উঠেছে। ঘটনাটি সম্ভল জেলার পানওয়াশা ব্লকের আতারাসি গ্রামের। সম্ভলের জেলা প্রশাসনের কাছে এনিয়ে অভিযোগ জমা পড়তেই ঘটনাটি প্রকাশ্যে আসে।

এই ঘটনায় গ্রামপ্রধান সুনীতা যাদবের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। জেলাশাসক রাজন্দ্রে পেনসিয়া বলেন, গত সাত মাস ধরে আমাদের কাছে অভিযোগ আসছিল। আমরা তদন্তের নির্দেশ দিয়েছি। অভিযুক্তদের থেকে সরকারি টাকা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেইসঙ্গে গ্রামে অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের কাজ নিয়েও তদন্ত শুরু করেছে প্রশাসন। স্থানীয় মুলায়ম সিং যাদব ইন্টার কলেজের অধ্যক্ষ ঋষিপাল সিংয়ের নামেও ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে। ঘটনাটি জানতে পেরে তিনি রীতিমতো আকাশ থেকে পড়েন। ঋষিপাল বলেন, তদন্তে আমাকে ডাকা হলে যাবতীয় তথ্য দিয়ে সহায়তা করব।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #Fake Job Card, #colleges, #Double engine govt

আরো দেখুন