Pathan 2 ও War 2-র চিত্রনাট্য বদল? নেপথ্যে কী ভারত-পাকিস্তান সংঘাত?
May 16, 2025 | < 1min read
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: যশ রাজ ফিল্মজের স্পাই ইউনিভার্সের গল্পের অন্যতম অনুষঙ্গ ছিল ভারতীয় স্পাইদের সঙ্গে পাকিস্তানী স্পাইদের প্রেম। ভালোবেসে টাইগারের সঙ্গে ঘর বেঁধেছিলেন জোয়া, পাঠানকে সঙ্গ দিয়েছিলেন রুবাই। ওয়ার-২ সিনেমার গল্পে কবীরের সঙ্গেও নাকি এমন কিছু ঘটার ইঙ্গিত ছিল। কিন্তু ভারত-পাকিস্তানের বদলে যাওয়া পরিস্থিতিতে প্রযোজনা সংস্থাটি আর পাকিস্তানী এজেন্টদের সঙ্গে ভারতীয় এজেন্টের প্রেম দেখাতে চাইছে না। পাঠান-২ এবং ওয়ার-২ এর চিত্রনাট্যও বদলে যাচ্ছে তাই।