জেলা সভাপতি ও চেয়ারপার্সনদের নাম ঘোষণা, সাংগঠনিক রদবদল শুরু তৃণমূলে?
May 16, 2025 | < 1min read
তৃণমূল কংগ্রেস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাংগঠনিক রদবদল শুরু হল তৃণমূলে? বিগত দেড় বছর ধরে জল্পনা চলছিল। অবশেষে আজ শুক্রবার প্রকাশ্যে এল তৃণমূলের নয়া সাংগঠনিক জেলা সভাপতি ও জেলা চেয়ারপার্সনদের নাম।
বেশ কয়েকটি জেলায় রদবদল হলেও, কিছু কিছু জায়গা কোনও বদল করা হয়নি। দু-একটি এক্ষেত্রে এখনও নাম ঘোষণা করা হয়নি। তাৎপর্যপূর্ণভাবে উত্তর কলকাতা জেলার ক্ষেত্রে নয় সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও রাজ্য কমিটিতে নতুন করে রাজ্য সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সম্পাদক মিলিয়ে ১৪ জন পদাধিকারীকে জায়গা দেওয়া হয়েছে।
এক নজরে দেখে নিন ৩৫ টি সাংগঠনিক জেলার জেলা সভাপতি ও জেলা চেয়ারপার্সনদের নাম