IPL আপডেট: বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল RCB বনাম KKR ম্যাচ

IPL আপডেট:
রাত ১০:৪৫: বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল RCB বনাম KKR ম্যাচ।
রাত ৯:০০: বাড়ল বৃষ্টি। সুপার সপার কাজ শুরু করতে না করতেই আবার বাড়ল বৃষ্টি। মাঠকর্মীরা ফিরে গেলেন। পিছিয়ে গেল ম্যাচের সময়।
রাত ৮:৪৪: শেষ আপডেট পাওয়া খবর অনুযায়ী,এই মুহূর্তে বেঙ্গালুরুতে বৃষ্টির প্রকোপ কমেছে। তৎক্ষণাৎ মাঠে নামানো হয়েছে সুপার সপার। জোরকদমে মাঠ শুকনো করার কাজ চলছে।
সন্ধ্যে ৭:৩৫: সন্ধ্যা নামতেই ঝেঁপে বৃষ্টি শুরু হয় ব্যাঙ্গালোরে। যার জেরে পিছিয়ে গেল টস। আদৌ খেলা হবে কিনা তাই নিয়ে তৈরি হচ্ছে সংশয়।
সন্ধ্যে ৭:০০: এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দর্শকাসন থেকে কলকাতা নাইট রাইডার্স (RCB vs KKR) শিবিরের তরফে স্লোগান উঠল, রেন, রেন, গো অ্যাওয়ে। আজ ম্যাচ ভেস্তে গেলে কপাল পুড়বে কেকেআরের। কারণ, এক পয়েন্ট পাওয়া মানে কেকেআর সর্বোচ্চ ১৪ পয়েন্টে আটকে যাবে। আর তাতেই প্লে অফের স্বপ্নের দফারফা হবে।
ভারত-পাকিস্তান সংঘাতের কারণে গত ৯ মে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। আজ শনিবার ফের শুরু হওয়ার কথা ছিল আইপিএল। আরসিবির জন্য ম্যাচটি না হলেও কোনও বড় সমস্যা নেই, কারণ তারা ইতিমধ্যেই প্লে-অফে জায়গা পাকা করে ফেলেছে।