দেশ বিভাগে ফিরে যান

চিন, বাংলাদেশকে কড়া বার্তা দিতে চিকেন নেকে ভারতীয় সেনার মহড়া

May 17, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’-এর আবহে উত্তরবঙ্গে ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা ‘চিকেন নেক’-এর আশেপাশে তিনদিন ধরে ‘তিস্তা প্রহার’ নামে সামরিক মহড়া চালাল ভারতীয় সেনা। এই মহড়ায় অংশ নেয় ভারতীয় সেনার ইনফ্যানট্রি, আর্টিলারি, আর্মড কোর, আর্মি অ্যাভিয়েশন, ইঞ্জিনিয়ার ও সিগন্যাল ইউনিট।

বাংলাদেশ লাগোয়া পূর্ব সীমান্তে এই ‘তিস্তা প্রহার’ মহড়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। চিকেন নেক, অর্থাৎ শিলিগুড়ি করিডর ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে। সম্প্রতি কিছু বাংলাদেশি কট্টরপন্থী নেতা এই এলাকাকে বিচ্ছিন্ন করার হুমকি দেন। পাশাপাশি শোনা যায়, বাংলাদেশের লালমনিরহাটে চিন বিমানঘাঁটি তৈরি করতে চলেছে, যা ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

সম্প্রতি চিন সফরে গিয়ে বাংলাদেশি নেতা মহম্মদ ইউনুস ভারতীয় উত্তর-পূর্বাঞ্চল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন, যা দিল্লির কূটনৈতিক মহলে রীতিমতো আলোড়ন তোলে। শিলিগুড়ি সংলগ্ন এলাকায় এই মহড়া থেকে স্পষ্ট—ভারত যে কোনও বহিরাগত হুমকির বিরুদ্ধে প্রস্তুত। ভারতীয় সেনার ‘তিস্তা প্রহার’ শুধু একটি মহড়া নয়, বাংলাদেশ ও চিন উভয়কেই কৌশলগত বার্তা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bangladesh, #china, #indian army, #Chicken Neck

আরো দেখুন