দেশ বিভাগে ফিরে যান

পাকিস্তানকে কোণঠাসা করতে একত্র শাসক ও বিরোধীরা

May 17, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলা তারপর সীমান্তপারে হামলায় মদত দেওয়ার কারণে এবার পাকিস্তানকে কোণঠাসা করার জন্য রাজনৈতিকভাবে এক হচ্ছে ভারতের শাসক ও বিরোধী দল। এইসব বিষয়গুলো বিশ্বের সামনে তুলে ধরতে সাংসদদের বিভিন্ন দেশে পাঠাবে কেন্দ্রের বিজেপি সরকার।

প্রশাসন সূত্রে খবর, বিভিন্ন দলের সাংসদদের নিয়ে একের বেশি প্রতিনিধিদল গঠন করা হচ্ছে। প্রত্যেকটি দলে পাঁচ থেকে ছ’জন সাংসদ থাকবেন। প্রতিটি দলে শাসক-বিরোধী উভয় পক্ষের সাংসদেরা থাকলেও নেতৃত্বে হয়তো থাকবেন এনডিএ সাংসদরাই।আগামী ২২-২৭ মে র মধ্যেই এই সফর হবে আমেরিকা, ব্রিটেন, আফ্রিকা সহ বিভিন্ন দেশে।

ইতিমধ্যেই সাংসদদের কাছে আমন্ত্রণপত্র গেছে। গোটা বিষয়টি তদারকির দায়িত্বে রয়েছেন সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু। তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোন আসে লন্ডন ও ওয়াশিংটন যাওয়ার জন্য। তবে এই অল্প সময়ে তিনি বিদেশ যেতে পারবেন না বলেই সূত্রের খবর। ফোন গেছে মল্লিকার্জুন খড়গে, শশী থারুর সহ আরো অনেকের কাছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #India Vs Pakistan

আরো দেখুন