রাজ্য বিভাগে ফিরে যান

বাঙালি অভিযাত্রীর মৃত্যুর মাঝেও এভারেস্ট জয়ের রেকর্ড গড়লেন বর্ধমানের সৌমেন সরকার

May 17, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাউন্ট এভারেস্টের চূড়ায় পা পড়ল বর্ধমান শহরের বাসিন্দা সৌমেন সরকারের। বৃহস্পতিবার অর্থাৎ ১৫ মে সৌমেন-সহ ৮ জনের দলটি এভারেস্টের চূড়ায় বিজয় পতাকা উড়িয়েছেন। সর্বোচ্চ শৃঙ্গ আরোহণের পর ধীরে ধীরে অবরোহণ করে সদ্য এসে পৌঁছেছেন সমতলে। ‘৮ কে এক্সপেডিশন’ সংস্থা এই অভিযানের আয়োজন করেছিল। মোট ৫৬ দিনের এই অভিযানে মাউন্ট এভারেস্ট অভিযান সম্পূর্ণ করেছে দলটি।

প্রবল ঝোড়ো হাওয়া ও অন্যান্য প্রতিকূলতাকে জয় করে লক্ষ্যে পৌঁছেছেন এই অভিযাত্রী দলের সদস্যরা। ভারত ছাড়াও এই অভিযানে অংশ নিয়েছেন চিন, আমেরিকা-সহ অন্যান্য দেশের পর্বতারোহীরা। মোট চারজন শেরপা রয়েছেন তাঁদের সঙ্গে।

শুক্রবার সকালেই আরেক বাঙালি, রানাঘাটের সুব্রত ঘোষ এভারেস্ট জয়ের পর নামার পথে অসুস্থ হয়ে মৃত্যুমুখে ঢোলে পড়েছেন। সেই দুঃসংবাদ পেয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন বর্ধমানের সৌমেনের শুভানুধ্যায়ীরা। তবে শুক্রবার সন্ধ্যায় সেই চিন্তা কেটেছে।

দেশ-বিদেশের পাঁচটি উচ্চতম পর্বত শৃঙ্গ জয়ের খেতাব রয়েছে সৌমেনের ঝুলিতে। প্রায় ২০ বছর ধরে বিভিন্ন পর্বত অভিযানে গিয়েছেন তিনি। অধিকাংশ ক্ষেত্রেই সফলতা মিলেছে। ৫৪ বছর বয়সে তিনি পাঁচটি শৃঙ্গ অভিযান সম্পূর্ণ করেছেন। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে অবস্থিত পর্বতারোহণ প্রশিক্ষণ সংস্থায় তিনি সেরা শিক্ষার্থীর শিরোপা পান। প্রথম ভারতীয় মহিলা পর্বতারোহী বাচেন্দ্রি পাল তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mount Everest, #Soumen Sarkar

আরো দেখুন