Hyderabad-এ আগুনে মৃত ১৭

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ (রবিবার ১৮ মে, ২০২৫) সকালে হায়দ্রাবাদের ঐতিহাসিক চারমিনারের কাছে গুলজার হাউজের একটি ভবনে ভয়াবহ আগুন লাগে। সকাল সাড়ে ৬টা নাগাদ এই ঘটনা ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী অগ্নিকাণ্ডে প্রায় ১৭ জন নিহত হয়েছেন।
দমকল বিভাগের একজন কর্মকর্তার মতে, সকাল ৬.৩০ নাগাদ তারা একটি ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। বেশ কয়েকজনকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং তাদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খুব সরু প্রবেশপথ এই ভয়াবহ প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে।
মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ভবনে আটকে পড়াদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিজের টুইটারে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। মৃতদের ২ লক্ষ টাকা আর আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।