← দেশ বিভাগে ফিরে যান

অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন ভারত

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ জিতল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে নির্ধারিত সময় ১-১ ফলাফল থাকার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী হল ভারত। ম্যাচের দ্বিতীয় মিনিটে অধিনায়ক সিঙ্গামায়ুম শামির ফ্রি-কিক থেকে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬১ মিনিটে মহম্মদ জয় আহমেদের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ ফলাফলে খেলা শেষ হয়। ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচ। পেনাল্টি শুট আউটে জয়ী হয় ভারত।