আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

Brooklyn Bridge-এ মেক্সিকান নৌবাহিনীর জাহাজের ধাক্কা, মৃত দুই, আহত ১৯

May 18, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মার্কিন মুলুকের নিউইয়র্ক শহরের ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজে শনিবার সন্ধেয় ধাক্কা মারে মেক্সিকান নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ। স্থানীয় সময় সাড়ে ৮টা নাগাদ জাহাজটি নিউইয়র্ক হারবার ছেড়ে যাচ্ছিল, তখন জাহাজের দু’টি মাস্তুল ব্রুকলিন ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। জানা যাচ্ছে, এই দুর্ঘটনার জেরে প্রাণ অন্তত দু’জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন ১৯ জন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

খবর মিলেছে, ‘কুয়াউহতেমোক’ নামের ওই মেক্সিকান নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজে ২৭৭ জন ছিলেন। তাঁদের অধিকাংশই বাহিনীর ক্যাডেট ও নৌসেনা সদস্য। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার সময়ে জাহাজের উপরের অংশে বেশ কিছু নাবিক ছিলেন। ধাক্কার পরই অনেকে নীচে পড়ে যান এবং কেউ কেউ মাস্তুল আঁকড়ে ধরেন।

ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, আলোর মালায় সাজানো বিরাট জাহাজটি ধীরে ধীরে এগিয়ে এসে হঠাৎই ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। মাস্তুলটি ভেঙে পড়ে এবং ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট দফতর তদন্ত শুরু করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Accident, #brooklyn bridge, #mexican navy ship

আরো দেখুন