নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: হ্যাঁ, শাহরুখ খান, অনিল কাপুর এবং জ্যাকি শ্রফ – এই ত্রিমূর্তি আবার ফিরছেন। তারা একসঙ্গে কিং ছবিতে কাজ করতে চলেছেন। এই ছবিটির শুটিং শুরু হবে ২০ মে থেকে। “ত্রিমূর্তি” (১৯৯৫) ছবিতে এই তিনজনকে একসঙ্গে প্রথম ও শেষবারের মতো দেখা গিয়েছিল।
এই ত্রয়ীর একসঙ্গে কাজ করা নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ বেশি। কারণ, এই তিন তারকাকে একসঙ্গে কাজ করতে দেখা গেছে, তা হলো ১৯৯৫ সালের “ত্রিমূর্তি” ছবিতে, যেখানে তারা তিন ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। “ত্রিমূর্তি” ছবির পরিচালক ছিলেন মুকুল আনন্দ। “কিং” ছবিতে, শাহরুখ খানের মেন্টরের চরিত্রে দেখা যেতে পারে অনিল কাপুরকে। তবে জ্যাকি কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনও স্পষ্ট নয়। এই ছবিতে রানি মুখার্জি যোগ দিয়েছেন।
এক নজরে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত কোন তারকারা কিং সিনেমায় অভিনয় করবেন: