বিনোদন বিভাগে ফিরে যান

‘পাকিস্তানের চেয়ে নরকে যাওয়াও ভাল’, কেন এমন বললেন গীতিকার-লেখক Javed Akhtar?

May 18, 2025 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। প্রবীণ গীতিকার-লেখক জাভেদ আখতার একাধিকবার পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। ফের একবার তিনি নিশানা করলেন পড়শি দেশকে। সম্প্রতি মুম্বইয়ের শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) সাংসদ সঞ্জয় রাউতের বইপ্রকাশ অনুষ্ঠানে হাজির হয়ে ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক তিনি। তাঁর মতে, পাকিস্তানের চেয়ে নরকে যাওয়াও ভাল।

তাঁর কথায়, কোনও এক ধর্মের নয়। হিন্দু, মুসলমান সকলেই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করছে। একদল তাঁকে বলছেন কাফির। তাঁর নরকে যাওয়া উচিত। আবার একদল তাঁকে জেহাদি বলছেন, পাকিস্তানে যেতে বলছেন। নরক আর পাকিস্তানের মধ্যে একটি জায়গা বেছে নিতে বললে তিনি নরকের পক্ষে। তাঁর কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত সকলেই হেসে ফেলেন। তিনি আরও বলেন, হিন্দু, মুসলমান উভয়েই তাঁর সমালোচনা করছে। তবে যাঁরা; তাঁর পাশে রয়েছে সে’সব মানুষদের কথা না বললে চলবে না। অনেকেই তাঁকে সমর্থন করেছেন। প্রশংসা করেছেন। সাহস জুগিয়েছেন। তবে চরমপন্থীদের কথা আলাদা।

প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি সন্ত্রাসের পর জাভেদ আখতার ভারতে পাকশিল্পীদের বয়কটের দাবিতে সরব হয়েছিলেন। বলেছিলেন, “সম্পর্ক আর সম্মানের বিষয়টা সবসময়ে এক তরফা থেকেছে। নুসরত ফতেহ আলি খান, গুলাম আলি, নূর জাহান ভারতে যখন এসেছিলেন, আমরা তাঁদের দারুণভাবে অভ্যর্থনা জানিয়েছিলাম। এরপর ফয়েজ আহমেদ ফয়েজ এলেন। যিনি এই উপমহাদেশের একজন বড় কবি। আদতে পাকিস্তানের বাসিন্দা হলেও তিনি যখন অটল বিহারী বাজপেয়ীর আমলে ভারতে এসেছিলেন, তখন তাঁকে রীতিমতো রাষ্ট্রপ্রধানের মতো সম্মান দিয়েছিল সরকার। এর প্রতিদান কখনও দেওয়া হয়নি! পাকিস্তানের বড় বড় কবিরা লতা মঙ্গেশকরের গানের জন্য লিখেছিলেন। ষাট-সত্তরের দশকে তো ভারত এবং পাকিস্তান, দুই দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় শিল্পী ছিলেন লতাজি, কিন্তু কেন পাকিস্তানে কোনওদিন ওঁর কোনও গান রেকর্ড হল না? পাকিস্তানের মানুষের প্রতি আমার কোনও অভিযোগ নেই। ওঁরা লতা মঙ্গেশকরকে অনেক ভালবাসা দিয়েছেন।” এবার ফের তিনি পাকিস্তানকে নিশানা করলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Javed Akhtar, #lyricist, #hell, #India, #pakistan, #Writer

আরো দেখুন