২৩-এ ২৩! কলকাতা পুরসভার কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনে সবুজ ঝড়
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,৯:০০: কলকাতা পুরসভার কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনে সবুজ ঝড়। সবক’টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। কার্যত উড়ে গিয়েছে বিরোধীরা। রবিবার পার্ক সার্কাসের মর্ডান স্কুলে নির্বাচন হয়। ২৩ আসনেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ২০০৮ সালে শেষবার এখানে নির্বাচন হয়েছিল। বামেরা জয়ী হয়েছিল।
বাংলায় রাজনৈতিক পালাবদলের পর নানান কারণে নির্বাচিত বোর্ড ভেঙে যায়।
মনোনীত কমিটি এতদিন বোর্ড চালাচ্ছিল। আদালতের নির্দেশে অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয় এবার। বারোটি আসনে নমিনেশন ফাইল করে বামেরা। নির্বাচনের আগেই ২৩টি আসনের মধ্যে ১১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় তৃণমূল। নির্বাচনে বাকি ১২টি আসনেও রাজ্যের শাসক দল জয়ী হয়েছে।
পুরসভায় তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দলের এই ফলাফলে উচ্ছ্বসিত। তাঁর কথায়, এই সোসাইটি এত বছর ধরে বামেরা দখলে রেখেছিল। এই প্রথম নির্বাচনের মাধ্যমে তৃণমূল কো-অপারেটিভ হাতে পেল।