আবার কি লকডাউন? ভারতে ফের চোখ রাঙাচ্ছে করোনা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬.০০: ভারত-সহ গোটা এশিয়াজুড়ে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। দেশে দুই করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে, মুম্বইয়ের কেইএম হাসপাতালে দুই রোগীর মৃত্যু হয়েছে। সন্দেহ করা হচ্ছে, করোনা আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে, দুই রোগীর শরীরে জ্বর, কাশি, শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গগুলি ছিল।
হাসপাতালের তরফে জানা গিয়েছে, তাদের কো-মরবিডিটিও ছিল। মৃতদের মধ্যে একজনের বয়স ৫৮ বছর, তিনি মহিলা। তিনি ক্যানসারেও আক্রান্ত ছিলেন। অন্য জন ১৩ বছরের এক কিশোরী। তার কিডনির সমস্যা ছিল। চিকিৎসক বিশেষজ্ঞদের মতে, ওই দুই সম্ভাব্য করোনা আক্রান্তের শুধু কোভিডের কারণে মৃত্যু হয়েছে এমনটা বলা ঠিক নয়। কারণ তাঁদের অন্য শারীরিক সমস্যাও ছিল। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
প্রসঙ্গত, এশিয়ার দেশগুলিতে হঠাৎ করেই করোনার আতঙ্ক বেড়ে গিয়েছে। করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে। গত ২ সপ্তাহে, ভারতেও ফের নতুন করে করোনার সংক্রমণ দেখা দিয়েছে। গত সপ্তাহে দেশে নতুন করে ৫৮ জনের করোনা আক্রান্তের খবর মিলেছে। এখন সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ৯৩। চিকিৎসকরা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন।