BharatRatna সম্মানে ভূষিত করা হোক Kohli-কে, আর্জি প্রাক্তন সতীর্থের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮:৫০: বিরাট কোহলিকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার আর্জি জানাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য সুরেশ রায়না। রায়নার মতে, ক্রিকেটে কোহলির অবদানের জন্য ভারতরত্ন সম্মানে ভূষিত করা উচিত তাঁকে। উল্লেখ্য, দেশের ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে একমাত্র সচিন তেন্ডুলকার ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন। ২০১৪ সালে ভারতরত্ন পান সচিন। তারপর থেকে অদ্যাবধি আর কোনও ক্রীড়াবিদ এই সম্মানে ভূষিত হননি।
সদ্য লাল বলের থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। দেশের হয়ে প্রায় সব ট্রফিই জিতেছেন তিনি। নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। সুরেশ রায়নার মতে, “দেশের হয়ে কোহলি যা অর্জন করেছেন, ভারত ও ভারতের ক্রিকেটের জন্য কোহলি যা করেছেন, তাতে ওঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা উচিত। ভারত সরকারের উচিত ওঁকে ভারতরত্ন দেওয়া।”
বেশ কয়েকদিনের জল্পনার পর ১২ মে ইনস্টাগ্রামে পোস্ট করে ক্রিকেট সবচেয়ে প্রাচীন ফরম্যাট থেকে বিদায়ের কথা জানিয়ে ছিলেন কোহলি। লাল বলের ক্রিকেটে আর কোনও বিদায়ী ম্যাচ পাচ্ছেন না কোহলি। তা নিয়েও আক্ষেপ রয়েছে রায়নার। রায়নার মতে, দিল্লিতে একটা বিদায়ী ম্যাচ পাওয়া উচিত বিরাটের। কোহলির পরিবার ও কোচ সমর্থন জোগাতে আসত। দেশের হয়ে এত কিছু করার পর, একটা বিদায়ী ম্যাচ কোহলির প্রাপ্য ছিল।