উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

উত্তরবঙ্গ থেকে প্রত্যেকদিন দিঘার উদ্দেশ্যে রওনা দেবে ৬টি ভলভো বাস, শিলিগুড়িতে বাণিজ্য সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী

May 19, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৩: সোমবার উত্তরবঙ্গে বাণিজ্য সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই উদ্বোধন করলেন জল্পেশ মন্দিরের স্কাইওয়াকের। চারটি শিল্প পার্কেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারপরই শিলিগুড়িতে একটি কনভেনশন সেন্টার করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে উত্তরায়নের বিপরীতে তা হতে পারে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

এপ্রিলের শেষে দিঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের মানুষও যাতে সহজেই দিঘার মন্দির দর্শনে যেতে পারেন, সেজন্য আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গের ৬টি জেলা থেকে দিঘাগামী ৬টি ভলভো বাসের উদ্বোধন হতে চলেছে। বিজনেস সামিট থেকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ, এই ৬টি জায়গা থেকে প্রতিদিন দিঘার উদ্দেশে রওনা দেবে এই ভলভো বাস। মুখ্যমন্ত্রীর কথায়, “উত্তরবঙ্গের কথাও আমরা ভাবি। তাই এই উদ্যোগ।”

শিল্পায়নের স্বার্থে ফি বারই কলকাতায় অনুষ্ঠিত হয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে অষ্টম বিজিবিএস। একইভাবে উত্তরেও শিল্পে জোয়ার আনতে এদিন শিলিগুড়িতে বিজনেস সামিটের আয়োজন করে রাজ্য। যেখানে ৮টি জেলা থেকে একাধিক শিল্পপতি এবং উদ্যোগপতিরা উপস্থিত রয়েছেন। কীভাবে উত্তরবঙ্গের শিল্পায়নে আরও বিকাশ ঘটানো যায়, তা নিয়েই এদিনের বৈঠক। মুখ্যমন্ত্রী বলেন, “শিল্পের জন্য সরকারের নিজস্ব জমি ব্যাঙ্ক রয়েছে। প্রচুর দক্ষ শ্রমিকও রয়েছে। ছোট ছোট শিল্পেও অনেক কর্মসংস্থান হয়। তাই ভারী এবং ক্ষুদ্র দু’ ধরনের শিল্পে আমরা গুরুত্ব দিচ্ছি।”

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #CM Mamata Banerjee, #North Bengal Business Meet 2025

আরো দেখুন