বাতিল একগুচ্ছ ট্রেন, ভোগান্তির মুখে যাত্রীরা, দেখে নিন Update

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:০০: ফের একগুচ্ছ ট্রেন বাতিল, যার জেরে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। রেল জানিয়েছে, ২৫ পর্যন্ত ১৪টি ট্রেন বাতিল থাকছে। রেলের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আদ্রা ডিভিশনে রেলের রক্ষণাবেক্ষণের কাজের জন্য রেলের দক্ষিণ-পূর্ব শাখায় ১৯ মে থেকে ২৫ মে পর্যন্ত ১৪টি ট্রেন বাতিল করেছে। এই সময়ের মধ্যে ৬টি ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। যাত্রীদের ভোগান্তি এড়াতে পরিবর্তিত সময়সূচী অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। রেলের দাবি, যাত্রীদের আরও ভাল রেল পরিষেবা দেওয়ার কারণেই বেশ কয়েকটি স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ চলছে।
১৯ মে থেকে ২৫ মে পর্যন্ত কোন ট্রেনগুলো বাতিল দেখে নিন এক নজরে
১২৮৮৫/১২৮৮৬ শালিমার-ভোজুডিহ-শালিমার এক্সপ্রেস
১৮০৩৫/১৮০৩৬ খড়গপুর-হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস
৬৮০৯৫/৬৮০৯৬ ময়নাপুর-বাঁকুড়া-ময়নাপুর মেমু
৬৮১০১/৬৮১০২ খড়গপুর-আদ্রা-খড়গপুর মেমু
৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু
১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু
৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু
নির্দেশিকায় বলা হয়েছে, ৬৮০৮৯/৬৮০৯০ মেদিনীপুর-আদ্রা-মেদিনীপুর মেমু ২০ মে গড়বেতা স্টেশন পর্যন্ত আপ এবং ডাউন চলাচল করবে। ১৮০২৩/১৮০২৪ খড়গপুর-গোমো-খড়গপুর এক্সপ্রেস ২০ মে আদ্রা স্টেশন পর্যন্ত আপ এবং ডাউন চলাচল করবে। ২৫ মে টাটানগর থেকে চান্ডিল, গুন্ডা বিহার এবং মুরি হয়ে হাতিয়া স্টেশন পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হবে ১৮৬০১ টাটানগর-হাতিয়া এক্সপ্রেস। ১৮৬২৭ এবং ১৮৬২৮ হাওড়া-রাঁচি-হাওড়া এক্সপ্রেস ট্রেনটিও ২৫ মে কোটশিলা, পুরুলিয়া, চান্ডিল, টাটানগর এবং খড়গপুর হয়ে ঘুরে যাবে। ৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর-আসানসোল মেমু ১৯ মে থেকে ২৫ মে পর্যন্ত আদ্রা স্টেশন অবধি আপ এবং ডাউন চলাচল করবে।