Bangla Awas Yojana-র দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের একাউন্টে আজই, জানালেন মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৯:০০: শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মঙ্গলবার বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা। এদিন কয়েকজন উপভোক্তার হাতে বাংলার বাড়ি তৈরির টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। এর আগে গত ডিসেম্বরে এই প্রকল্পে ১২ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দিয়েছিল নবান্ন। তখনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আবাসে ১ নম্বর থাকা সত্ত্বেও গত ৩ বছর ধরে কেন্দ্র টাকা দেয়নি, বাংলার গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন। তাই আমরা নিজেরাই ওই বাড়ি তৈরি করে দেব বলেছিলাম। বাকি ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে। পরের বছর মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেব, তারপরও কেউ বাকি থাকলে তাঁরও বাড়ি আমরা করে দেব।”
ইতিমধ্যেই আবাস প্রকল্পে রাজ্যের প্রায় ৪৭ মানুষের পাকা বাড়ি করেছে রাজ্য। এ’দফায় ১২ লক্ষ বাড়ি তৈরির টাকা দেওয়ার কাজ শেষ করল রাজ্য। বাকি ১৬ লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত করে চলতি বছরের ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা রয়েছে।