আজ থেকে Attari-Wagah border-এ ফের চালু হচ্ছে বিটিং রিট্রিট

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৬:০০: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আটারি-ওয়াঘা সীমান্তে বিটিং রিট্রিট বন্ধ হয়েছিল। আজ, মঙ্গলবার থেকে ফের বিটিং রিট্রিট শুরু হতে চলেছে। সন্ধ্যা ৬ টায় আজ বিটিং রিট্রিট অনুষ্ঠিত হবে। এদিন কেবল সংবাদমাধ্যমকে সীমান্তে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। বিএসএফ সূত্রে খবর, বুধবার থেকে সাধারণ মানুষের জন্য খোলা থাকবে সীমান্ত।
তবে বিটিং রিট্রিট চালু হলেও আর পাকিস্তানের সঙ্গে করমর্দন নয়। গেট খোলা হবে না। পাকিস্তানের রেঞ্জার্স বাহিনীর সঙ্গে মুখোমুখি হবেও না বিএসএফ। হাত মেলানো সম্পূর্ণ বন্ধ। এমনকি যে যে প্রক্রিয়ায় সীমান্তে রিট্রিটের আয়োজন করা হয়, সেগুলো শুধু ভারতের সীমান্তের দিকেই করা হবে। পাকিস্তান রেঞ্জারস বাহিনীর সঙ্গে কোনও রকম বিনোদন নয়। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পঞ্জাবের ফিরোজপুরের হুসেইনিওয়ালা-সহ পঞ্জাব ফ্রন্টেয়ার অন্তর্গত সব সীমান্তেও আজ থেকে রিট্রিট শুরু হতে চলেছে। তবে পাক রেঞ্জার্সদের সঙ্গে হাত না মিলিয়ে, গেট বন্ধ করেই চলবে রিট্রিট। বুধবার থেকে কৃষকদের জন্য কাঁটাতারের গেট খুলে দেওয়া হবে।