দেশ বিভাগে ফিরে যান

Colonel Sofiya Qureshi-কে নিয়ে মন্তব্য লজ্জাজনক, BJP মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ শীর্ষ আদালতের

May 20, 2025 | 2 min read

BJP মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ শীর্ষ আদালতের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:০০: কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের মামলায় শীর্ষ আদালতের রোষের মুখে পড়লেন মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী বিজয় শাহ। তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ বিজয়কে সাফ জানিয়ে দেয়, “আপনি কুমিরের কান্না বন্ধ করুন। কর্নেল কুরেশিকে নিয়ে আপনার মন্তব্য লজ্জাজনক।” বিজয়ের মন্তব্যকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছে সুপ্রিম কোর্ট, একজন মন্ত্রীর কাছ থেকে এধরনের মন্তব্য আশা করা যায় না।

সোমবার মামলার শুনানি চলাকালীন ডিভিশন বেঞ্চ বলে, “আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই। আপনি একজন জনপ্রতিনিধি, অভিজ্ঞ রাজনীতিবিদ। আপনার মুখ থেকে এই ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয়।” উল্লেখ্য, বিজয়ের বিরুদ্ধে ইন্দোরের থানায় এফআইআর দায়ের হয়েছে। তার প্রেক্ষিতে তদন্তের জন্য তিন সদস্যের সিট গঠন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তিন সদস্যের সিটে একজন মহিলা আইপিএস আধিকারিককে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি সূর্য কান্ত বলেন, “আপনার এই মন্তব্য কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দেয়। আপনার আর ক্ষমা চাওয়ার দরকার নেই। আমরা জানি আইন অনুযায়ী কীভাবে এর মোকাবেলা করতে হয়।”

প্রসঙ্গত, পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া অপারেশ সিঁদুরের বিফ্রিং করেছিলেন সোফিয়া কুরেশি।
সংখ্যালঘু সম্প্রদায়ের কর্নেল কুরেশিকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য করেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহকে। বিজয় বলেন, “ওরা আমাদের হিন্দু ভাইদের পোশাক খুলে ধর্মীয় পরিচয় যাচাই করে হত্যা করেছে। প্রধানমন্ত্রী মোদীজি ওদের (জঙ্গিদের) বোনকে ওদের বাড়িতে হামলার জন্য পাঠিয়েছেন। ওরা (জঙ্গিরা) আমাদের বোনকে বিধবা করেছে, তাই মোদিজি ওদের সম্প্রদায়ের বোনকেই ওদের পোশাক খুলে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন।” কর্নেল কুরেশির নাম না নিলেও মন্তব্য যে তাঁকে উদ্দেশ্য করেই তা বলাবাহুল্য। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দার মুখে পড়েন বিজয়। বিজয় দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি কর্নেল কুরেশির কাছে ১০ বার ক্ষমা চাইতেও প্রস্তুত। কিন্তু সুপ্রিম কোর্ট তাঁর ক্ষমা প্রার্থনাকে পাত্তা দেয়নি।

মঙ্গলবার মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী বিজয় শাহের কুমন্তব্যের অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল মধ্যপ্রদেশ পুলিশ। তিন সদস্যের সিটে রয়েছেন ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ প্রমোদ বর্মা, ডেপুটি ইনস্পেক্টর জেনারেল কল্যাণ চক্রবর্তী এবং পুলিশ সুপার বাহিনী সিং। আট দিনের মধ্যে সিটকে রিপোর্ট জমা দিতে হবে শীর্ষ আদালতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #indian army, #Supreme Court of India, #Derogatory remarks, #Colonel Sofia Qureshi, #Vijay Shah

আরো দেখুন