← রাজ্য বিভাগে ফিরে যান

শিলিগুড়ি-মালদহ ডেমু ট্রেনে আগুন
শিলিগুড়ি-মালদহ ডেমু ট্রেনে আগুন, আতঙ্ক গাইসালে

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৫:১০: শিলিগুড়ি থেকে মালদহগামী ডেমু ট্রেনে আগুন ধরে যায় মঙ্গলবার দুপুরে। ঘটনাটি ঘটেছে গাইসাল স্টেশনের কাছে। পিছন দিকের ইঞ্জিনে আগুন লেগে যায় বলে খবর। ধোঁয়া দেখতে পেয়ে সেখানেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। দমকল পৌঁছয় ঘটনাস্থলে। স্থানীয়দের সাহায্যে বের করে আনা হয় ট্রেনের যাত্রীদের। হতাহতের কোনও খবর মেলেনি।