কলকাতা বিভাগে ফিরে যান

উত্তর ২৪ পরগনার অশোকনগরের পর এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরেও তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার!

May 20, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৮:০০: উত্তর ২৪ পরগনার অশোকনগরের পর এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। এখানেও কি রয়েছে তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার? এই নিয়ে তৈরি হয়েছে জল্পনা। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) বেগমপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে খোঁড়াখুঁড়ির প্রস্তুতি নিচ্ছে। খননকাজ চালানোর জন্য যে যন্ত্রের প্রয়োজন তা নিয়ে আসার জন্য রাস্তা তৈরির কাজ জোরকদমে চলছে।

বছর তিনেক আগে সেখানকার মাটি পরীক্ষা-নিরীক্ষা করেছে ওএনজিসি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেখানে প্রাকৃতিক গ্যাস এবং তেল মজুত থাকতে পারে। তাই এবার বারুইপুরের বেগমপুরে বিস্তীর্ণ এলাকাজুড়ে খোঁড়াখুঁড়ির কাজ শুরু করতে চলেছে ওএনজিসি।

বেগমপুর পঞ্চায়েতের ২০০ কলোনি এলাকা থেকে প্রায় এক কিলোমিটার ভিতরে ফাঁকা মাঠে প্রাকৃতিক গ্যাস এবং তেলের ভাণ্ডার রয়েছে বলে মনে করা হচ্ছে। এই খোঁড়াখুঁড়ির কাজের জন্য ইতিমধ্যেই কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। তাঁদের দু’লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। যে মেশিনের সাহায্যে খোঁড়াখুঁড়ি করা হবে, তার নাম হল রিক মেশিন। কংক্রিটের রাস্তা তৈরি হয়ে গেলে সেই মেশিনটি চলে আসবে। আর তারপরে শুরু হয়ে যাবে খোঁড়াখুঁড়ির কাজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#south 24 parganas, #North 24 Parganas, #Baruipur, #Ashoknagar, #oil and natural gas

আরো দেখুন