হাওড়ায় ২০০ ট্রেন বাতিল চরম ভোগান্তি হাওড়া-খড়গপুর শাখার যাত্রীদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৫: সাঁতরাগাছিতে সিগন্যাল বিপর্যয় আর তার জেরে চরম দুর্ভোগে যাত্রীরা। চরম ভোগান্তি হাওড়া-খড়গপুর শাখার যাত্রীদের। হাওড়া স্টেশন থেকে একের পর এক দূরপাল্লার ট্রেন বাতিল।
বাতিল প্রায় ২০০ লোকাল-এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেসের মতো একাধিক দূরপাল্লার ট্রেনের সময়সীমা বদলে গিয়েছে। বাতিল করা হয়েছে জন শতাবব্দী এক্সপ্রেস। বাতিল 12858 দিঘা-হাওড়া, 22897 হাওড়া-দিঘা। এছাড়াও হাওড়া হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
হাওড়ার নিউ কমপ্লেক্সে বাড়ছে যাত্রীদের ভিড়। সকলের মুখেই উদ্বেগের ছাপ স্পষ্ট। কখন ট্রেন ছাড়বে, কখন পৌঁছাবেন গন্তব্যে, তার জবাব নেই কারও কাছেই। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেইখবর জানে না রেল কর্তৃপক্ষও। তবে স্টেশনের নিরাপত্তা বাড়াতে ইতিমধ্যেই হাওড়া নিউ কমপ্লেক্সে মোতায়েন করা হয়েছে র্যাফ, রয়েছে রেল পুলিশও।
উল্লেখ্য, গত ১৮ মে সাঁতরাগাছি রেল ইয়ার্ড উন্নয়নের কাজ শেষ হয়েছে। তবে ত্রুটি রয়ে গেছে নন-ইন্টারলকিং সিগন্যালে। এর জেরেই সোমবার থেকেই হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল ব্যাহত।
*আজ কোন কোন ট্রেন বাতিল:*
হাওড়া-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস
হাওড়া-বারবিল-হাওড়া এক্সপ্রেস
দিঘা-হাওড়া এক্সপ্রেস
হাওড়া-দিঘা এক্সপ্রেস