কলকাতা বিভাগে ফিরে যান

৩ দিনের বাস ধর্মঘট স্থগিত

May 21, 2025 | < 1 min read

দু’দিন ধরে বন্ধ বেসরকারি বাস ও মিনিবাস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৬:

আজ পুলিশ কমিশনার মনোজ ভর্মার সঙ্গে এক ঘন্টার বেশি বৈঠক হয় বাস মালিক সংগঠনগুলোর। বৈঠকের পর তারা জানান, আপাতত তাঁরা সেপ্টেম্বরের ১ তারিখ পর্যন্ত তাঁরা ধর্মঘটের পথে যাচ্ছেন না। কারণ তাঁরা যে ইস্যুগুলো নিয়ে সিপি-র সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন, তাতে আলোচনায় কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন।

বাস মালিক সংগঠনের এক প্রতিনিধি বলেন, “আমরা বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছিলাম। পুলিশ কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন। মূল দাবি ছিল, পুলিশি অত্যাচার, দুই, কোভিড পিরিয়ডে গাড়ি চলেনি, আমরা ক্ষতিতে ছিলাম। তিন, যে পরিমাণ টোল ট্যাক্স আদায় করা হচ্ছে, তা কমাতে হবে। আপাতত ধর্মঘট প্রত্যাহার। সেপ্টেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করছি।”

পাশাপাশি জুন থেকে যে সংযোগ পোর্টাল চালু হওয়ার কথা, তাতে পুরনো কেসগুলো তোলা হবে না এবং সংযোগ পোর্টালের নিয়ম শিথিল করা হবে বলেও কমিশনারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bus, #Bus strike

আরো দেখুন