কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতার আকাশে একঝাঁক ড্রোন, ঘনীভূত রহস্য

May 21, 2025 | < 1 min read

প্রতিনিধিত্বমূলক ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২৭: সোমবার রাতে হঠাৎই কলকাতার আকাশে দেখা মিলেছে রহস্যময় ড্রোনের। রাতের আকাশে বেশ কয়েকটি (অন্তত ৪-৭টি) ড্রোনকে ঘোরাফেরা করতে দেখা গেছে, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে লালবাজারে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের বেশ কয়েকটি থানাকে সতর্ক করেছে লালবাজার।

পুলিশ সূত্রে খবর, সোমবার বেশি রাতে মহেশতলা ও বেহালার দিকে থেকে পর পর সাতটি ড্রোনকে হেস্টিংসের দিকে আসতে দেখা যায়। প্রথমে সেগুলি হেস্টিংস এলাকায় ঘোরাঘুরি ঘরে। এরপর ড্রোনগুলি ময়দানের উপর দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে যায়। সেখান থেকে সেগুলি কিছুক্ষণ ঘোরাফেরা করে জওহরলাল নেহেরু রোডের উপর একটি বহুতলের আশপাশে। কলকাতার বন্দর বিভাগ এবং ৪২ বিল্ডিং এলাকাতেও ড্রোনগুলিকে দেখা গেছে।

পার্ক সার্কাস ও উত্তর কলকাতার ওপরেও ড্রোনগুলিকে ঘোরাফেরা করতে দেখা গেছে বলে খুব পুলিশ সূত্রে। প্রথম হেস্টিংস থানার পুলিশই ড্রোনগুলিকে উড়তে দেখে লালবাজারকে জানায়। এরপর সতর্ক করা হয় ময়দান-সহ অন্যান্য থানাগুলিকেও। কেউ রাতে ড্রোনগুলির সাহায্যে গোপনে কোনও ছবি তুলছিল কি না, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও শেষ পর্যন্ত সেগুলি কোথায় পালিয়েছে, সেগুলি জানার জন্য কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দা বিভাগও তদন্ত করছে। এই ড্রোন পাঠানোর পিছনে চরবৃত্তির উদ্দেশ্য ছিল কি না, তাও জানার চেষ্টা হচ্ছে।

পেহেলগাঁওয়ের ঘটনার পর কিছুদিন আগেই কাশ্মীরে ড্রোনের মাধ্যমে হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। কিন্তু তারা সফল হয়নি। তাই রাতের অন্ধকারে কলকাতার আকাশে এই অজানা ড্রোনের বিচরণ বেশ গুরুত্ব দিয়েই দেখছে লালবাজার। বিষয়টি খতিয়ে দেখছেন ইস্টার্ন কমান্ডের আধিকারিকরাও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #security, #Drones, #West Bengal

আরো দেখুন