দুর্গাপুর ও তমলুকে INTTUC CORE COMMITTEE গঠন, চেয়ারপার্সন হলেন সাংসদ ঋতব্রত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: এবার রাজ্যের দুই গুরুত্বপূর্ণ শিল্পাচলে, আসানসোল, দুর্গাপুর এবং তমলুক শিল্পাঞ্চলে INTTUC কমিটিতে নজর রাখবে খোদ রাজ্য নেতৃত্ব। সাংসদ ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়কে চেয়ারম্যান পদে রেখে গড়ে দেওয়া হল এই দুটি এলাকার কোর কমিটি।
একদিকে হলদিয়া যেমন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, তেমনই আসানসোলের আলাদা গুরুত্ব রয়েছে। আসানসোল অঞ্চলে রয়েছে একাধিক কয়লাখনি।
অন্যদিকে শ্রমিক শাখার তমলুক জেলা কমিটিতেও নেই সভাপতি। আর তমলুকের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হল হলদিয়া।
উল্লেখ্য, সোমবার উত্তরবঙ্গে শিল্প সংক্রান্ত বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তারপরই শিল্পাঞ্চল নিয়ে এই পদক্ষেপের কথা জানাল তৃণমূল। আগে তমলুকের জন্য একটি জেলা কমিটি ছিল। আর দুর্গাপুর শিল্পাঞ্চল পশ্চিম বর্ধমান জেলা কমিটির অন্তর্গত ছিল। এবার জেলা কমিটি থেকে পৃথক কমিটি তৈরি করা হল। আর রাখা হল না সভাপতিকে।
দুর্গাপুর শিল্পাঞ্চলের কোর কমিটিতে থাকবেন মানস অধিকারী, রাজেশ কোনার, সুশান্ত রায়, লিটন সরকার, অভিষেক দে, হরদীপ সিং, দেবব্রত কেশ, পূর্ণ নন্দ চট্টোপাধ্যায়, শেখ আমিনুর রহমান ও আকবর আলি। অন্যদিক, তমলুক শিল্পাঞ্চলের কোর কমিটিতে রয়েছেন আস্তিক চট্টোপাধ্য়ায়, প্রদীপ দে, অসীম মাজি, শঙ্কর দণ্ডপাত, শ্যামল মাইতি, সুদীপ্ত ভক্ত, শেখ আলমগীর ও আলম জিলানি।