সম্পর্কে ইতি টানলেন যশ-নুসরত?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১২: টলিপাড়ার অন্দরে নতুন গুঞ্জন। শত কাণ্ডের পর নাকি ভাঙতে চলেছে যশ-নুসরতের সম্পর্ক। কিছুদিন আগেও যেইখানে একসাথে সিনেমার প্রচার করছিলেন দুজনে সেখানে কিছুদিনের মধ্যে বদলে গেল পুরো সমীকরণ।
ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন যশ। যে পোস্টের বাংলা অর্থ, “শেষে তোমার পাশে একমাত্র তুমিই থাকো।”

এই লেখা নিয়ে যখন টলিপাড়ায় শোরগোল ঠিক তখনই জল্পনা বাড়ায় নায়িকার (নুসরাত জাহান) ইন্সটা স্টোরি। নুসরত তাঁর ইনস্টাগ্রামে ছেলে ঈশানের ছবি পোস্ট করেছেন। অন্য দিকে যশ পোস্ট করেছেন তাঁর বড় ছেলের ছবি।

একদিকে ১০ লক্ষ ফলোয়ার্স রয়েছে যশের অন্যদিকে ৩০ লক্ষের বেশি মানুষ অনুসরণ করে নায়িকা নুসরতকে। কিন্তু আশ্চর্যের বিষয় একে অপরকে আর অনুসরণ করছেন না এই জুঁটি। যা উস্কে দিয়েছে যশ-নুসরতের বিচ্ছেদের জল্পনা।
যদিও যশ বা নুসরতের থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এই বিষয়ে। নিখিল জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদ থেকে শুরু করে সন্তানের জন্ম পর্যন্ত— নানা সময় নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যশ-নুসরতকে। আবারও এই নতুন ঘটনা কোন দিকে মোড় নেবে? সেই প্রশ্ন অনুরাগীদের মনে।