দেশ বিভাগে ফিরে যান

অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের জামিন মঞ্জুর

May 21, 2025 | < 1 min read

অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের জামিন মঞ্জুর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৩: আজ অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের আলি খান মাহমুদাবাদকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করলো সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন. কে. সিং-এর বেঞ্চ তাকে জামিনদিয়েছে। তবে বেঞ্চ তাঁর মন্তব্যের নিয়ে কড়া সমালোচনা করেন। আদালতের মন্তব্য, “এটি ছিল একটি প্রকার ডগ হুইসলিং (Dog Whistling)” — অর্থাৎ গোপন বার্তা দিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, বাক-স্বাধীনতার অধিকার থাকলেও তার অপব্যবহার গ্রহণযোগ্য নয়, বিশেষ করে যখন দেশে সংবেদনশীল পরিস্থিতি চলছে।মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে হতে পারে বলে জানানো হয়েছে।তবে মামলার তদন্তে স্থগিতাদেশ দেয়নি আদালত।

উল্লেখ্য, অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে গত রবিবার অধ্যাপককে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। মহিলা অফিসারদের অপমান ও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে।

‘অপারেশন সিঁদুর’ নিয়ে এক ফেসবুক পোস্টে অধ্যাপক লেখেন: ‘অনেক ডানপন্থী সমর্থক কর্নেল সোফিয়া কুরেশির প্রশংসা করছেন। এটা ভাল বিষয়। তবে তাঁরা যদি একইরকম জোরালোভাবে গণপিটুনি, বুলডোজার অভিযান ও ঘৃণার রাজনীতির শিকার মুসলিম নাগরিকদেরও রক্ষা করার দাবি তোলেন, তা হলে সেটাই প্রকৃত দেশপ্রেম হবে।এই ধরনের জাতীয় ব্রিফিং শুধু বাহ্যিক শোভা বা ‘অপটিক্স’, যা আসলে দ্বিচারিতা ছাড়া কিছু নয়।’

এরপর হরিয়ানা রাজ্য মহিলা কমিশন বিষয়টির তদন্তে নেমে অধ্যাপককে নোটিশ পাঠায়। তাঁদের দাবি, এই মন্তব্য শুধু ভারতীয় সেনার মহিলা অফিসারদের অবমাননাই করেনি, পাশাপাশি এটি সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর মতো উস্কানিমূলক মন্তব্য।হরিয়ানা পুলিশ তার পোস্ট তদন্তের জন্য SIT গঠনের নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, রামচন্দ্র গুহ সহ একাধিক শিক্ষাবিদ এই ঘটনার নিন্দা করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Interim bail, #Supreme Court of India, #Ashoka University, #professor

আরো দেখুন