কলকাতা বিভাগে ফিরে যান

স্রষ্টার পরিবারকেই অন্ধকারে রেখে প্রো লীগের ম্যাসকট বাঁটুল

May 22, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৫:৫৭: ‘বাঁটুল দি গ্রেট’-কে সিএবির বেঙ্গল প্রো টি–টোয়েন্টি লীগে ম্যাসকট করা হলেও অন্ধকারে রয়ে গেল প্রয়াত স্রষ্টা নারায়ণ দেবনাথের পরিবার। এই খবর পেয়ে প্রায় নারায়ণবাবুর ছেলে তাপস মঙ্গলবার সকালে হাওড়ার ৫২/২, শিবপুর রোডের বাড়িতে বসে কার্যত আকাশ থেকে পড়েছেন।

তাপস বাবুর কথায়, “সিএবি যে এই রকম একটা উদ্যোগ নিয়েছে, তা আমরা জানি না। আপনার মুখেই প্রথম শুনলাম এখন ক্রিকেট মাঠে বাঁটুল দি গ্রেট থাকবে ম্যাসকট হিসেবে।” অসুস্থ হওয়ার কারণে এই মুহূর্তে তাপসবাবু এই বিষয়ে মাথা ঘামাতে পারছেন না বিষয়টিতে কিন্তু তাঁর কথায়, “আমাদের জানিয়ে সিএবি এটা করলেই ভালো করত”। এ বিষয়ে সিএবি কর্তা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের সাথে ফোন এবং মেসেজে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।

অতীতেও নানা সময় ‘বাটুল দি গ্রেট’ কে নানাভাবে সামাজিক কাজের প্রচারে ব্যবহার করা হয়েছে। কিন্তু তখন পদ্ধতি অনুযায়ী, পুলিশের কর্তারা নারায়ণ বাবুর কাছে লিখিত অনুমতি নিয়ে যেতেন।

তাহলে এখন প্রশ্ন সিএবি কি করে অনুমতি পেল? সূত্রের খবর, বর্তমানে সিএবিকে বেঙ্গল প্রো লীগের বাঁটুলকে ম্যাসকট করার অনুমতি দিয়েছে সেই প্রকাশক সংস্থা যাদের কাছে ‘বাটুল দি গ্রেটের’ শর্ত রয়েছে।

প্রকাশকরা জানান যে প্রো লীগ একটি মহৎ উদ্যোগ তাই কোনো আর্থিক লেনদেন হয়নি। সোমবার বিকেলে বাইপাসের ধারে এক পাঁচ তারা হোটেলে আট টিমের এই প্রো লীগের বর্ণময় অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামীদের সাথে প্রকাশক সংস্থার কর্তাও হাজির ছিলেন।

এত লক্ষ টাকা খরচ করে যে লীগ হচ্ছে, সেখানে তবে চরম ব্রাত্য থেকে গে‍লেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রয়াত শিল্পীর পরিবারই।

TwitterFacebookWhatsAppEmailShare

আরো দেখুন