নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,৯:১০: মাঝপথে আগুন লাগে লালগোলা প্যাসেঞ্জার ট্রেনে। বুধবার রাতে প্রবল ঝড় বৃষ্টির কারণে গাছের ডাল ভেঙে প্যান্টোগ্রাফের তার ছিঁড়ে পড়ে মহিলা কামরার উপর। মুহূর্তে শট সার্কিট থেকে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে শুরু করে মহিলা কামরার একাংশ।
চারপাশে ছিটকে পড়তে থাকে আগুনের ফুলকি। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে ওই লাইনে দাঁড়িয়ে রয়েছে বাকি ট্রেনগুলিও।
বুধবার রাত ১০টা নাগাদ মুর্শিদাবাদের রেজিনগর স্টেশন ছাড়ে শিয়ালদহ-লালগোলা ফাস্ট প্যাসেঞ্জার। তারপর বেলডাঙার ঠিক আগে ১০৫ নম্বর রেল গেটের কাছে ঘটে এই বিপত্তি। এই ঘটনার জেরে হুলস্থূল পড়ে যায় গোটা ট্রেনে। হুড়োহুড়িতে ২ জন যাত্রী জখম হয়েছেন বলে সূত্রের খবর।