দেশ বিভাগে ফিরে যান

পুঞ্চ পৌঁছলো তৃণমূলের প্রতিনিধিদল: জানালো গোদি মিডিয়ার না দেখানো কথা

May 22, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২৬: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাশ্মীরে পৌঁছনো তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধিদল ইতিমধ্যেই পৌঁছেছে পুঞ্চ অঞ্চলে। সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, নাদিমুল হক, মমতাবালা ঠাকুর এবং বাংলার মন্ত্রী মানস ভূঁইয়া এই দলের সদস্য হিসেবে পৌঁছেছেন উপত্যকায়।

পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে পুঞ্চ। তৃণমূলের প্রতিনিধিরা দেখা করেছেন প্রাক্তন সেনাকর্মী এবং পাকিস্তানের শেল হামলায় প্রয়াত অমরজিৎ সিংয়ের পরিবারের সঙ্গে। অমরজিৎয়ের সংসার স্ত্রী, অষ্টম শ্রেণীতে পাঠরত পুত্র, তৃতীয় শ্রেণীর ছাত্রী কন্যা এবং বৃদ্ধ বাবাকে নিয়ে ছিল।

পাকিস্তানের বর্বরোচিত শেল হামলায় আহত হন শহীদ অমরজিৎ সিং, রাস্তার উল্টোদিকে অবস্থিত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আইসিইউয়ের গোলযোগ থাকায় প্রাণে বাঁচানো যায়নি তাঁকে।

এরপর প্রতিনিধিদল পৌঁছে যায় জিয়া-উল-উলুম মাদ্রাসায়, যেখানকার শিক্ষক কোয়ারি মহম্মদ ইকবাল পাকিস্তানে শেল বিস্ফোরণে নিহত হন। মিডিয়ার কিছু অংশ তাঁকে সন্ত্রাসবাদী বলে মিথ্যা খবর প্রচার করলেও তা সত্বর ধরিয়ে দেওয়া হয়েছিল ফ্যাক্ট চেকারদের দ্বারা।

স্থানীয় ঠাকুর পরিবারের সদস্য অশীতিপর এক বৃদ্ধার সঙ্গে দেখা করেন তৃণমূলের প্রতিনিধিরা, যাঁর বাড়ির চাল উড়ে গিয়েছিল পাকিস্তানী হানাদার হামলায়। জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যেখানেই যাচ্ছেন, সেখানেই আশা এবং ভরসা পাচ্ছেন স্থানীয় মানুষরা, এবং ব্যক্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁদের আস্থা।

স্থানীয় ক্রাইস্ট স্কুলের পাশে একটি বাড়িতে পাকিস্তানের বর্বরদের হামলায় ১২ বছর বয়সী যমজ বোন উর্বা ফাতিমা এবং জয়েন আলী মারা যায়। প্রথমে তাঁদের পরিবার সন্তানদের মৃত্যুর খবর জানতে পারেনি, গির্জার পাদ্রী তাঁদের জানান। অদূরে একটি পেট্রোল পাম্পের কাছে রিহান ভার্গব নামক এক ১৩ বছর বয়সী কিশোর নিহত হন শেল বিস্ফোরণে। রাজবংশ নামক সমবয়সী আরেক কিশোরের একটি হাত কাটা পড়ে আক্রমণে।

শহীদ নাগরিকদের পরিবার এবং আহত, পীড়িতরা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্তে ভীষণ খুশি, জানা যাচ্ছে সূত্র মারফৎ। তাঁরা ব্যক্ত করছেন বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি তাঁদের ভালবাসা ও শ্রদ্ধা।

ইতিমধ্যেই এই ডেলিগেশন পাঠানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। আগামীকাল প্রতিনিধিদলের সদস্যরা পৌঁছে যাবেন উপত্যকার রাজৌরিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tmc delegation, #poonch, #Kashmir, #India Vs Pakistan

আরো দেখুন