ইংল্যান্ড সফরে কোন কোন পেসাররা খেলতে পারেন? কি বলছে বিশেষজ্ঞরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের ৫ ম্যাচের টেস্ট সিরিজ। এই সফর দিয়েই শুরু হবে ভারতের পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের। গরমকালে পেস অ্যাটাক মজবুত না হলে টেস্ট সিরিজ জয় তো দূর, দাঁড়াতেই পারবে না ভারত। তাই কমপক্ষে ৫ জন পেসার নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সিরিজে ভারতের থেকে।
প্রথমেই নাম থাকছে এই মুহূর্তে ভারতের সেরা বোলার জসপ্রীত বুমরাহর। সম্প্রতি চোট সরিয়ে আইপিএলে ফিরেছেন বুমরাহ , কিন্তু ৫ ম্যাচের সিরিজ কি বুমরাহ টানা খেলতে পারবেন সেইটা প্রশ্ন অনুগামীদের কাছে। এরপরে নাম আসছে আইসিসি ইভেন্টের সেরা ভারতীয় পেসার মহঃ শামির, কিন্তু শামির বর্তমান ফর্ম দলকে কিছুটা চিন্তায় রাখছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়েছিলেন মহঃ সিরাজ কিন্তু আইপিএলে তার প্রত্যাবর্তন নির্বাচকদের নির্বাক করে দিয়েছে আপাতত। তবুও ভাবা হচ্ছে দলের প্রথম পছন্দের তালিকায় থাকবেন শামি, সিরাজ এবং বুমরাহ। এছাড়াও প্রসিদ্ধ কৃষ্ণর লাল বলের দক্ষতা অসাধারণ সেইটা তার অভিষেকেই দেখেছিল ক্রিকেট বিশ্ব। তাই অনেকে মনে করছেন হর্ষিত রানার বদলে নির্বাচকেরা ইংল্যান্ডের পরিস্থিতির বিচার করে কৃষ্ণকেই দলে যুক্ত করবেন।
এছাড়াও অলরাউন্ডার হিসেবে দলের সঙ্গে যেতে পারেন শার্দুল ঠাকুর ও নীতিশ কুমার রেড্ডি। ইংল্যান্ড সফরে ব্যাটে-বলে ভাল পারফর্ম করার রেকর্ড রয়েছে শার্দুলের। অস্ট্রেলিয়া সফরে সকলকে তাক লাগিয়েছিলেন নীতিশ।