কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতার পর সুন্দরবনের আকাশে ড্রোন! সত্যি কী, জানাল পুলিশ

May 23, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: কলকাতার আকাশে ড্রোন নিয়ে কলকাতা পুলিশ এবং ফোর্ট উইলিয়ামের সেনা বিভাগ তদন্ত চালাচ্ছে বলে জানা গেছে , এবার সেই আবহেই সুন্দরবনের আকাশে রহস্যময় ড্রোন দেখা গেছে বলে জানা যাচ্ছে। বুধবার রাতে, দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় স্থানীয়রা সন্দেহভাজন কিছু ড্রোন উড়ে যেতে দেখেন বলে খবর। ফ্রেজারগঞ্জ, মৌসুনী দ্বীপ, ও গঙ্গাসাগরের আকাশে বেশকিছুক্ষণ ধরে উড়ে চলে ড্রোনগুলি, এমনটাই খবর হয়, এবং স্বাভাবিকভাবেই নানা গুজব ছড়ায়।

তবে এই ড্রোনেই রহস্যভেদ করেছে রাজ্য পুলিশ। জানা যাচ্ছে কোনও সন্দেহজনক ড্রোন নয়, বিমানের আলোকে ড্রোনভেবে গুজব ছড়ায় এলাকার সাধারণ মানুষ। যেহেতু দক্ষিণবঙ্গের আবহাওয়া খারাপ কলকাতা বিমানবন্দরে বিমান অবতরণকরতে না পেরে সুন্দরবনের উপকূলের আকাশে ঘোরাঘুরি করতে দেখা যায় যাত্রীবাহী কিছু বিমানগুলি। আপাত দৃষ্টিতে সেই বিমানগুলিলির আলোকেই ড্রোন ভেবে গুজব ছড়ায় স্থানীয়রা।

কিছুদিন আগেই অপারেশন সিঁদুরের সময় ভারতকে ড্রোন দিয়ে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তান। সেনাবাহিনী সেই পরিকল্পনা বানচাল করে দে। স্বাভাবিকভাবেই ড্রোনের বিষয়টি কানে আসতেই তদন্ত শুরু করে পুলিশ ও ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনী। তদন্তে সাহায্য করে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ড। এরপরই আসল সত্যটি জানা যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #sundarban, #Drone, #Mysterious light, #Sundarban Police

আরো দেখুন