বিরোধী কর্মসূচী ঠিক করছে তৃণমূল! কাশ্মীরে এবার রাহুল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: পেহেলগাঁওয়ের জঙ্গি হানার বদলা নিতে ভারতীয় সেনার অপারেশন সিঁন্দুর, গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাঁটি। বিশ্বের সামনে মুখ পুড়েছে জঙ্গি মদতদাতা পাকিস্তানের। ভারতীয় সেনার সাফল্যে উচ্ছ্বসিত আপামর ভারতবাসী। কিন্তু এই জয়ের উৎসবে সীমান্তবর্তী এলাকায় এখনও হাহাকার। তাদের কথা কেউ মনে রাখেনি। গদি মিডিয়া অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার করতে গিয়ে ভুলেই গেছে সীমান্তবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত মানুষগুলোর কথা।
পাকিস্তানের গোলাবর্ষনে প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে হয়েছে জম্মুকাশ্মীরের সীমান্তের ভারতীয়দের, অনেকে মারা গেছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন, ভেঙে গেছে ঘরবাড়ি। তাদের পাশে দাঁড়াতে প্রতিনিধি দল পাঠিয়েছে বাংলার মা-মাটি-মানুষের সরকার। আহতদের দেখতে জম্মু কাশ্মীরের সীমান্তে ছুঁটে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল।
গতকাল পুঞ্চ এলাকা পরিদর্শনে গেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মমতা বালা ঠাকুর এবং পশ্চিমবঙ্গের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।। সেখানে তারা ক্ষতিগ্রস্ত মানুষ ও তাদের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন। আজ দ্বিতীয় দিনে তারা রাজৌরি জেলা সফরে গিয়ে সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন এবং পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় গোলাগুলিতে আহত রোগীদের সাথে দেখা করেছেন।
তৃণমূলের এই সফর টনক নাড়িয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। এতদিন তাঁর খেয়ালই ছিল না জম্মু কাশ্মীর যাওয়ার প্রয়োজনীতা আছে কি না? অবশ্য ভোটে হেরে যাওয়ার পরও যার বিদেশে ছুটি কাটানোর ইচ্ছে হয় সে দেশের মানুষের স্বার্থে রাজনীতি করে, না কি নিজের পরিবারের স্বার্থে সেই নিয়ে প্রশ্ন থেকে যায়। আগামী ২৪ তারিখ রাহুল গান্ধী পুঞ্চ সফরে যাচ্ছেন, প্রশ্ন উঠছে এটা কি তৃণমূল কংগ্রেসের দেখাদেখি নেওয়া পদক্ষেপ? এই সফরে আদৌ কোন আবেগ থাকবে নাকি এটা লোকদেখানো সফর তাই নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।