কলকাতা বিভাগে ফিরে যান

#Exclusive: Precision Strike করেছে পাকিস্তান? পুঞ্চের পর রাজৌরি ঘুরে মত তৃণমূল প্রতিনিধিদলের

May 23, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১৬: কাশ্মীরের পুঞ্চ অঞ্চলের পর এবার রাজৌরিতে পাকিস্তানের শেল হামলায় আহত মানুষদের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। প্রতিনিধিদলে রয়েছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, নাদিমুল হক, মমতাবালা ঠাকুর ও রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া।

কাশ্মীরের রাজৌরির সরকারি মেডিক্যাল কলেজে পৌঁছেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা। সেখানে দেখা করেন কলেজের অধ্যক্ষ ডাঃ ভাট্টি, এবং চিকিৎসক ডাঃ জুবের, ডাঃ ইরফান এবং ডাঃ জাভেদের সঙ্গে। হাসপাতালে পাক হামলায় আহত দুজনের সঙ্গে দেখা করেন নেতারা।

রাফিয়া নামের এক চতুর্দশীর পা ভীষণভাবে আহত হয়েছে, এবং ইমতিয়াজ আহমেদ নামক আরেক আক্রান্তের হাত কাটা গিয়েছে পাক হামলায়।

পাকিস্তানের বর্বরোচিত আক্রমণের পর হাসপাতালে আনা হয়েছিল ২৬জন আহতকে, যার মধ্যে তিনজন মারা যান। শক্ররাষ্ট্রের আক্রমণে শহীদ হন রাজৌরির এডিসি ডাঃ রাজকুমার থাপর। তৃণমূল কংগ্রেসের নেতারা তাঁর বাড়িতে পৌঁছে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

তৃণমূল কংগ্রেসের দলের কাশ্মীর পৌঁছনোর পর সেখানে যাওয়ার ঘোষণা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁকে ধন্যবাদ জানিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, “তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাই। তাঁরাই প্রথম এখানে এসেছেন।”

আক্রমণ পরবর্তী পরিস্থিতি দেখে তৃণমূলের প্রতিনিধিদল পরিষ্কার জানিয়েছে যে এই আক্রমণ খুব সুচারুভাবে পরিকল্পনা করে করেছে পাকিস্তানের, ভারতীয়দের খুন করার উদ্দেশ্যে। ভারতীয় নাগরিকদের টার্গেট করে শেলিং করেছে পাকিস্তান সেনা। শিখ সম্প্রদায়ের মানুষকে টার্গেট করার পাশাপাশি পুঞ্চের একজন শিক্ষক, এবং রাজৌরির এডিসিকে টার্গেট করা হয়েছে।

জম্মুর বিশপ ইভান পেরেরার সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূলের প্রতিনিধিরা। ধর্ম উপেক্ষা করে শুধু ভারতীয় বলে আক্রমণ চালিয়েছে পাকিস্তান সেনা, এই উপসংহারে উপনীত হয়েছেন তৃণমূল নেতারা। স্কুলের অ্যাটেনডেন্স ১১০০ থেকে কমে তার অর্ধেক হয়ে গিয়েছে। এই পরিপ্রেক্ষিতে প্রতিনিধিদলের সদস্য মানস ভূঁইয়া জানিয়েছেন যে মানুষ কান্না ভুলে গিয়ে আতঙ্কে পাথর হয়ে গিয়েছেন, চারিদিকে শ্মশানের নিস্তব্ধতা।

TwitterFacebookWhatsAppEmailShare

#pakistan, #Tmc delegation, #rajouri, #poonch, #Precision Strike

আরো দেখুন