বিনোদন বিভাগে ফিরে যান

প্রয়াত অভিনেতা মুকুল দেব, বয়স হয়েছিল ৫৪

May 24, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২:০১: বড় থেকে ছোট পর্দায় অত্যন্ত পরিচিত এবং লোকপ্রিয় মুখ। ৫৪ বছর বয়সে চলে গেলেন অভিনেতা মুকুল দেব। এখনও মৃত্যুর কোনো নিশ্চিৎ কারণ জানা যায়নি।

হিন্দি, পাঞ্জাবি এবং দক্ষিণ ভারতীয় ছবিতে কাজ করেছেন মুকুল দেব। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে “ইয়ামলা, পাগলা, দিওয়ানা”, “আর রাজকুমার”, “সন অফ সর্দার”, “জয় হো” প্রভৃতি ছবি।

দিল্লির সেন্ট কলম্বা’সের ছাত্র মুকুল গত ২৫ বছর ধরে বলিউডে কাজ করছেন। তাঁর সহ-অভিনেতা বিন্দু দারা সিং নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “ভালো থেকো ভাই। তোমার সঙ্গে কাটানো সময় সর্বক্ষণ মনে রাখবো এবং “সন অফ সর্দার” তোমার শ্রেষ্ঠ কাজ হিসেবে রয়ে যাবে, যেখানে তুমি দর্শকদের মধ্যে হাঁসির রোল তুলতে পেরেছিলে।”

অভিনেতা মনোজ বাজপেয়ী মুকুল দেবকে সম্মান জানিয়ে লিখেছেন, “আমি যা অনুভব করছি, তা ব্যক্ত করা দুঃসাধ্য। মুকুল একজন আত্মার সঙ্গী ছিল, খুব তাড়াতাড়ি চলে গেল।”

TwitterFacebookWhatsAppEmailShare

#RIP, #mukul dev, #actor, #Bollywood

আরো দেখুন