নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৩:৪৪: আসন্ন ইংল্যান্ড সিরিজে নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন অধিনায়ক শুভমন গিল।
লিডসে ইংল্যান্ডের সাথে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত আগামী ২০ জুন। দ্বিতীয় টেস্ট ২ জুলাই থেকে, ম্যাঞ্চেস্টার। তৃতীয় টেস্ট লর্ডসে, ১০ জুলাই থেকে। আগামী ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট। আর পঞ্চম তথা শেষ টেস্ট হবে লন্ডনের ওভালে, ৩১ জুলাই থেকে।