দেশ বিভাগে ফিরে যান

দেশে ফের Corona আতঙ্ক, জারি নির্দেশিকা

May 24, 2025 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৩:০০: বিশ্বজুড়ে ফের দাপট দেখাতে শুরু করেছে করোনা। পাকিস্তান, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুরের পর ভারতেও মাথাচাড়া দিতে শুরু করেছে করোনা।

দক্ষিণ ভারতের কেরলের অবস্থা খারাপ। ওই রাজ্যে মে মাসে এখন পর্যন্ত ২৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিসংখ্যান দিয়েছে কেরলের স্বাস্থ্যমন্ত্রী। ওদিকে রাজধানী দিল্লিতেও বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্যে জানা গিয়েছে ২৩ জন নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার জেরে নতুন নির্দেশিকা জারি করে হাসপাতালগুলিতে বেড, অক্সিজেন, ওষুধের পর্যাপ্ত ব্যবস্থা করে রাখতে নির্দেশিকা দিয়েছে দিল্লি স্বাস্থ্যদপ্তর।

দেশজুড়ে এখন আবহাওয়া পরিবর্তনের সময়। দেশে ধীরে ধারে প্রবেশ করছে বর্ষা। জ্বর, সর্দি, কাশি ঘরে ঘরে। এই আবহে হঠাৎ করে কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ দেখা গিয়েছে। কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে শুক্রবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ রাজ্যের সমস্ত জেলায় পর্যবেক্ষণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কেরলে কোট্টায়ামে ৮২ জন কোভিডে আক্রান্ত। তিরুঅনন্তপুরমে ৭৩ জন আক্রান্ত। এর্নাকুলামে সেই সংখ্যা ৪৯।

এদিকে দিল্লিতে বাড়তে থাকা করোনার প্রকোপকে মাথায় রেখে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্যদপ্তর। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ সিং জানিয়েছেন এখন পর্যন্ত ২৩ জন বাসিন্দা কোভিডের শিকার। তিনি বলেন, “আমরা ইতিমধ্যেই হাসপাতালগুলোর সঙ্গে বৈঠক করেছি। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সরকার আটজনকে উচ্চপর্যায়ের দল গঠন করেছে।”

পড়শি রাজ্য হরিয়ানায় করোনা বাড়ছে দেখে সতর্ক পাঞ্জাবও। সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড.‌ বলবীর সিং সমস্ত হাসপাতালগুলিতে নির্দেশ দিয়েছেন, করোনার উপসর্গ থাকলেই পরীক্ষা করাতে হবে। আর ধরা পড়লে ওই রোগীর পরিবারকে বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রয়োজনে বিদেশ থেকে পাঞ্জাবে আসা মানুষদের জন্যও আলাদা অ্যাডভাইজারি জারি করা হবে বলে জানানো হয়েছে। গুজরাটে ইতিমধ্যে আক্রান্ত ৪০ জন। অন্যান্য রাজ্যেও বাড়ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Corona Virus, #covid19, #Corona, #COVID

আরো দেখুন