দেশ বিভাগে ফিরে যান

ইন্ডিগোর সেই বিমানকে বায়ুসেনাও অনুমতি দেয়নি!

May 24, 2025 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১০:৩৫: গত বুধবার দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর বিমানটি যখন পাঠানকোটের কাছে ঝোড়ো আবহাওয়ার কবলে পড়ে তখন পাইলট প্রথমে প্রথমে ভারতীয় বায়ুসেনার সঙ্গেই যোগাযোগ করেছিল।

কিন্তু বায়ুসেনা দুর্ঘটনাকবলিত সেই বিমানকে পথ পরিবর্তনের অনুমতি দেয়নি। সূত্র অনুযায়ী, ইন্ডিগোর পাইলট বায়ুসেনার নর্দার্ন কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকে প্রথমেই তাঁদের পাকিস্তানের নিষেধাজ্ঞার কথা মনে করিয়ে দেওয়া হয়েছিল। বিকল্প বন্দোবস্ত হিসাবে যোগাযোগ করা হয়েছিল দিল্লির সঙ্গেও। সেদিকে বিমানটিকে ঘুরিয়ে দেওয়া যায় কি না, সেই সম্ভাবনা খতিয়ে দেখা হয়। এরপর বায়ুসেনাই পাইলটকে লাহৌরের সঙ্গে যোগাযোগের অনুমতি দেয়। তবে লাহৌর কর্তৃপক্ষ তাদের আকাশসীমায় প্রবেশের অনুমতি দেননি। বাধ্য হয়ে শ্রীনগরের দিকেই এগিয়ে যান পাইলট।

এই প্রসঙ্গে ভারতীয় বায়ুসেনার ব্যাখ্যাও প্রকাশ্যে এসেছে। ডিজিসিএ জানিয়েছে, দিল্লি থেকে ওড়ার পর পাঠানকোট পৌঁছে অদূরেই একটি বজ্রগর্ভ মেঘ দেখতে পান পাইলট। তার ধারেকাছে গেলেই যে বিমান ভয়ানক ভাবে দুলতে শুরু করবে, ভারসাম্য বজায় রাখতে সমস্যা হবে, তা তখন থেকেই একপ্রকার নিশ্চিত ছিল। সেই মুহূর্তেই পথ বদলের অনুমতি চাওয়া হয়। দু’দিক থেকেই আবেদন খারিজ হয়ে যাওয়ার পর পাইলট শেষমেশ বজ্রগর্ভ মেঘের মধ্যে দিয়ে এগোনোর সিদ্ধান্ত নেন।আর সেখানে প্রবেশের সঙ্গে সঙ্গে বিমানটি বিপজ্জনক ভাবে দুলতে শুরু করে। কখনও বিমানটি উপরে উঠছিল, পরমুহূর্তেই আবার অনেকটা নেমে যাচ্ছিল। এক সময়ে প্রায় সাড়ে আট হাজার ফুট নেমে গিয়েছিল বিমানটি। এর ফলে বিমানের গতিও কখনও বাড়ছিল, কখনও কমছিল। জরুরি পরিস্থিতি জারি করে এই সময় বিমানের ‘অটোপাইলট’ প্রযুক্তি বন্ধ করে দেওয়া হয়েছিল, ‘ম্যানুয়ালি’ বিমান চালিয়ে বজ্রগর্ভ মেঘ অতিক্রম করেন পাইলট।

অত্যন্ত দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে পাইলট পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ২০০ জনের বেশি যাত্রী নিয়ে নিরাপদে শ্রীনগরে অবতরণ করেছে। বায়ুসেনা সূত্রে খবর, ইন্ডিগোর বিমানের এই ঘটনাটির তদন্ত করছে ডিজিসিএ। তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত ৬ই২১৪২ বিমানের ওই দু’জন পাইলটকে বসিয়ে দেওয়া হয়েছে। সেদিনের পরিস্থিতিতে তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হবে। যারা এত দক্ষতার সঙ্গে এতগুলো প্রাণ বাঁচানোর পরও একরকম শাস্তির মুখেই পড়তে হল ইন্ডিগোর ওই দুই পাইলটকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#flight service, #flight, #IndiGo, #airforce, #Emergency landing

আরো দেখুন